যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। যেমনঃ আমি একটি টেস্টটিউবে দ্রবণ নিয়েছি যার ঘনমাত্রা আমি জানি, এটিই একটি প্রমাণ বা স্ট্যান্ডার্ড দ্রবণ।
আর কিছু কিছু দ্রবণের নাম থেকেই জানতে পারি সেই দ্রবণের ঘনমাত্রা কত, তাহলে সেগুলোও তো অবশ্যই প্রমাণ দ্রবণ।
Posted inChemistry