কার্বোহাইড্রেটঃ কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগই হলো কার্বোহাইড্রেট। যে সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে বা যারা আর্দ্রবিশ্লেষিত হয়ে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করে সে সকল যৌগকে কার্বোহাইড্রেট বলে।
এইচএসসি একাডেমিক কোর্সে ভর্তি হতে আমাদের সাথে যোগাযোগ করো এখনই।