স্থিতিস্থাপকতা কাকে বলে?
কোনো বস্তুর উপর একটি নির্দিষ্ট সীমার মধ্যে বল প্রয়োগ করে এর আকার পরিবর্তনের চেষ্টা করা হলে পদার্থের যে ধর্মের কারণে আকার পরিবর্তনে বাঁধার সৃষ্টি করে এবং বল অপসারণ করলে বস্তুটি আগের অবস্থায় ফিরে যায়, সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে।
এই বিষয়ে আরো ভালো ধারণা পেতে আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখে নাও এখনিঃ https://www.youtube.com/@EduLive.Academy
Reference: Talent HSC Physics 1st Paper Guide